মহাস্থান যাদুঘরে স্কুল অব জার্নালিজমে ফিল্ড টেস্ট অনুষ্ঠিত হয়।
শুক্রবার(১৭জানুয়ারি) দিনপ্যাপী স্কুল অব জার্নালিজমে ফিল্ড টেস্ট উপলক্ষে ঐতিহাসিক পুন্ড্রনগরী মহাস্থান যাদুঘরে শিক্ষা সফরের আয়োজন করা হয়।
ফিল্ড টেস্টের নির্বাহী পরিচালক এফ শাহজাহানের সার্বিক ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক, বগুড়া প্রেস ক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, অধ্যাপক আব্দুল ওহাব, সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারী ও ৭১ টিভির জেলা প্রতিনিধি আবু সাঈদ,।
উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আব্দুস সাত্তার, টেইনার শাহিনুর রহমান,সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বিদ্যুৎ, জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ ইকবাল হোসেন আবুল কাসেম আমিন। প্রায় ১৫০ জন প্রশিক্ষণার্থী ফিল্ড সেস্টে অংশ গ্রহণ করেন। অতিথিগণ বলেন সাংবাদিকতার প্রশিক্ষণ শেষে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে হবে এবং সত্য নিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকতে হবে। ফিল্ড সেস্টে অংশ গ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিন ব্যাপী ফিল সেস্ট আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
Leave a Reply