সদরের কাহোলা পশ্চিম হিন্দুপাড়ায় রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে মারপিট আহ ২, ব্যবস্থা নেওয়ার দাবী
শনিবার (৪ জানুয়ারি) বগুড়া সদরের কাহোলায় যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ , সৃষ্ট সমস্যা সমাধানের দাবী। জানা গেছে, বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের কাহোলা হিন্দু পশ্চিম পাড়ায় পুরাতন রাস্তা থাকা সত্ত্বেও নতুন করে বাড়ীর পাশে দিয়ে রাস্তা নির্মান করার চেষ্টা, বাঁধা দেওয়ায় মারপিটের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবী। অভিযোগকারী কাহোলা পশ্চিমপাড়া হিন্দুপাড়া গ্রামের শ্রীবাস চন্দ্রের পুত্র মুকুল চন্দ্র প্রাং বলেন,, আমাদের বাড়ীর দক্ষিণ পাশে দিয়ে আমাদেরই জমির উপর দিয়ে পশ্চিম পাশের বসবাসকারীদের বাড়ীতে যাওয়ার জন্য রাস্তা দিয়েছি। তা সত্ত্বেও অতুল চন্দ্র, সুধান চন্দ্র, প্রশান্ত চন্দ্রগনের যোগ সাজসে গ্রামের কতিপয় ব্যক্তিরবর্গ আমার বাড়ীর পাশে দিয়ে জোর করে নতুন রাস্তা তৈরির চেষ্টা করলে আমরা বাঁধা দেই। বাধা দেওয়া মাত্রই বিবাদীগণ আমাদের উপর আক্রমণ করে সত্য ও রতনকে মারপিটে আহত করে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। বিবাদী অতুল চন্দ্র,প্রশান্ত চন্দ্র, সবুজ চন্দ্র ও ,বলয়চন্দ্রগণ বলেন, আমরা পূর্ব থেকে পায়ে হেটে যে রাস্তা দিয়ে মন্দিরসহ গ্রামের মধ্যে যাতায়াত করেছি সেই রাস্তায় সবাই মিলে সংস্কার করিতেছি। এব্যাপারে এরুলিয়া ইউপির ১নং ওয়ার্ড সদস্য সুমন খন্ডকার বলেন, রাস্তাটি হলে সবারই সুবিধা হবে৷ আগামীতে ইউনিয়ন পরিষদ বা সরকারী বড় বরাদ্দ এলে সুন্দর ভাবে জনসাধারণের চলাচলের জন্য রাস্তাটি করে দেওয়ার ব্যবস্থা করব। তবে মারামারির বিষয়টি আমি জানিনা, তবে এখানে এসে জানতে পেরেছি, তা উভয় পক্ষকে নিয়ে সুষ্ঠ সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
সম্পাদক ও প্রকাশক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | +8801711010896 | +8801711651576 | +8801735250082 | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।