সদরের খেরিয়াপাড়া ইসলামী শ্রমজীবি সমবায় সমিতির আয়োজনে ক্রিড়া প্রতিযোগীতা ও দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার(৪ জানুয়ারি) বগুড়া সদরের খেরিয়াপাড়া ইসলামী শ্রমজীবি সমবায় সমিতির আয়োজনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সমাজ সেবক নইম উদ্দিন মহুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট বন্দে আলী রতন । তিনি বলেন, কনকনে এই শীতে গরীবদের পাশে এসে শীত বস্ত্র বিতরণ করা একটি মহৎ কাজ।
আমার জানা মতে এসমিতির সকল সদস্য গণ ভাল কাজের সাথে জড়িত।তারা তাদের সঞ্চিত অর্থে সমাজের দরিদ্রদের জন্য কাজ করে থাকে৷ ভাল কাজের আয়োজন হলে যুব সমাজ অন্যায় পথে যায়না। যে প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষার ব্যবস্থা আছে, সে প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের ভর্তি করে শিক্ষার ব্যবস্থা করা দরকার। সকল ভাল কাজের জন্য এ সমিতির কার্যক্রম প্রশংসার দাবীদার৷ এজন্য এ সমিতির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই।
এসময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সহ সভাপতি ও খেরিয়াপাড়া জামে মসজিদের সভাপতি নুরুল ইসলাম, গোকুল ইউপির ১নং ওয়ার্ড সদস্য বজলার রহমান বজলু, ২নং ওয়ার্ড সদস্য শামীম হোসেন, সমবায় এর অডিট অফিসার মাহবুবুর রহমান রনি,আলহাজ্ব আঃ সাত্তার, সমাজ সেবক মোহাম্মাদ আলী, আব্দুর রাজ্জাক, শমসের আলী, , ফুল মিয়া,বাচ্চা আলী, ইউনুস আলী, আশরাফ আলী, শাহ আলম, মাসুদ রানা, মিল্লাত, রাকিবুল, মতিবর, শহিতুল, সফিকুল, মজিবর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আপেল মাহমুদ।
Leave a Reply