কষ্টের ভাবনা
——রওশন রোজী
কষ্টের ভাবনাগুলো যদি
বৃষ্টির মতো ঝরে যেত
পানিতে ভেসে ধুয়ে
মনে আনতো শান্তির প্রফুল্লতা।
চারিদিকে নিস্তব্ধতার বেড়াজাল ভেঙ্গে
ভালোবাসার উষ্ণতায় রঙিন ছোঁয়ায় ভরে যেত
মনের উঠোনে ঝড় থেমে
কষ্টডানাগুলো সব দূরে চলে সুখের ভেলায় উড়ে বেড়াতো।
কষ্ট গুলো যদি নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া যেত
মনটা নদীর জলে শান্তির বার্তা নিয়ে আসতো।
যদি পলাশ শিমুল ফুলের মতো ঝরে যেত
ভালোবাসা টুকু থেকে যেত শিমুল পলাশের তুলা হয়ে।
গোলাপ ভালোবাসাটুকু বিলিয়ে কষ্ট গুলো নিয়ে যায় চলে
মনের উঠোনে বেঁধে রেখে যায় সুখের স্বপ্ন
কষ্টগুলো যদি ঝরা পাতার মতো ঝরে যেত
নতুন স্বপ্ন নিয়ে সুখের নীড়ে বিভোর হয়ে যেতো।
ভাবতেছি কষ্ট গুলো যদি বাতাসে দেওয়া যেতো
তাহলে ধূলিকণা হয়ে উড়ে যেতো
সুখগুলো তখন গোলাপের পাপড়ি হয়ে
চোখ মেলে হাসি দিয়ে চমকে দিত।
Leave a Reply