কবিতা-মা
“””””মিম ফয়সাল
আঁচল খানি দাও পেতে মা
ঘুম নেমেছে চোখে,
স্নেহের ছায়া দিয়ে আমায়
জড়িয়ে রাখো বুকে।
জন্ম থেকেই তোমার পাশে
একসাথে পথ চলা,
তবুও ভালোবাসি তোমায় কভু
হয়নি মাগো বলা।
ভীষণ ভালো আছি মাগো
কারণ শুধু তুমি,
তোমায় ছাড়া জীবন আমার
অথই মরুভূমি।
Leave a Reply