নিজ দলীয় যে কোন নেতার দুর্নীতি বরদাস্ত করা হবে না, বগুড়ার বিএনপির সমাবেশে প্রধান বক্তা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বগুড়া জেলা বিএনপি’র সমাবেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা সহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ,পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার বিভিন্ন দাবিতে বক্তব্য রাখেন,প্রধান অতিথিঃ বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্য- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নিজ দলীয় যে কোন নেতার দুর্নীতি বরদাস্ত করা হবে না। দলকে সুগঠিত করে, অতীত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা করতে হবে। বাংলার জনগণের পাশে দাঁড়াতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার জন্য জনগণের সঙ্গে কাজ করতে হবে। সময়ের শ্রেষ্ঠ সমাবেশ আজকের বগুড়ার এই সমাবেশে যোগদান করেন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতি দল সহ সকল অঙ্গ সংগঠন।
আজকের এই সমাবেশকে সাফল্যমন্ডিত করতে যোগদেন বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা যুবদলের বন্দর কমিটি।এ সময় উপস্থিত ছিলেন রাশেদুল হাসান রাসেল, আকরাম হোসেন, আরাফাত হোসেন, মোহাম্মদ আসাদ, মোহাম্মদ সেতু,মোহাম্মদ কাইয়ুম প্রমুখ।
Leave a Reply