বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের বিদুপাড়া ডাঃ মকবুল হোসেন দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন।
দেহ ও মন উভয়ের সমন্বেয়ে গঠিত হয় জীবন। মনের উন্নতির জন্য যেমন জ্ঞানচর্চার প্রয়োজন, তেমনি দেহের উন্নতির জন্য প্রয়োজন খেলাধুলা। খেলাধুলা শরীর সঞ্চালনের বিশেষ সহায়ক, এই জন্যই প্রত্যেক বিদ্যালয়ে বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলার ব্যবস্থা রাখা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তার মূল্যায়ন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতার আসরই নয়, এটি ক্রীড়া মনোভাবেরও এক অসাধারণ প্রদর্শনী। তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় এলে মাদ্রাসার সকল সমস্যা পর্য়াক্রমে সমাধান করা হবে।
অত্র মাদ্রাসার সভাপতি ও বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ এর অনুমতিক্রমে মাদ্রাসার সুপার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যার জুলফিকার আবু নাছের ইঞ্জিঃ আপেল মাহমুদ।
উদ্বোধনী বক্তব্য রাখেন লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ। এসময় ইপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা। ক্রীড়া ও সাংকৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক আল বেরুনী, শিক্ষক আব্দুল মোমিন, মুরাদ হোসেন, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, সেলিনা আক্তার, ফাতেমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে জয়ী ছাত্র/ছাত্রীতের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply