বগুড়া শহরের মাটিডালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির।
সহকারী শিক্ষক জায়দুল হক জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন, সহকারী শিক্ষক নূর জাহান, রাশিদা বেগম, নূর আলম সিদ্দিকী, রুসুবা হাসান, পংকজ কুমার,রবিউল হাসান, জেসমিন আকতার, ফেরদৌসী বেগম, রোকসানা আকতার,শামীমা ফেরদৌসীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ বাক্যপাঠ, মশাল প্রজ্বলন এবং বেলুন ও পায়েরা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ ডিসপ্লে ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ।
Leave a Reply