বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে কুচকাওয়াজ ও খেলাধুলার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ।
তিনি বলেন,ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যারা আজকে ছাত্র/ ছাত্রী তাদেরকে আগামী দিনে দেশ ও জাতী পরিচালনার দায়িত্ব পালন করতে হবে,এ জন্য ভালো ভাবে পড়াশোনা করে ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে হবে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্মার্ট এগ্রোভেট এর প্রতিষ্ঠাতা পরিচালক শাফিরুল ইসলাম সাফি,তিনি বলেন,অত্র স্কুলে পড়াশোনা করলে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে,আমাদের স্কুলের শিক্ষার মান অন্যান্য স্কুলের তুলনায় ভালো।সবসময় ভালো ফলাফলের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে।
তিনি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের কে তাদের সন্তানদের প্রতি যত্নবান ও লেখাপড়ার খোঁজ খবর রাখার আহ্বান জানান সেই সাথে তিনি দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার মাধ্যমে তাদের শিক্ষা দানের সুযোগ করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক একেএম আবুল কালাম আজাদ,উদ্বোধকের বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম রঞ্জু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া শহর জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জিন্নাহ,ডাঃ খবির উদ্দিন প্রাং,মোস্তাফিজার রহমান,সাংবাদিক আলহাজ্ব আব্দুল বাছেত, মমিনুল ইসলাম, আব্দুল ওয়াহেদ,মিজানুর রহমান রায়হান,রফিকুল ইসলাম,আলমগীর হোসেন,আশরাফ আলী,মনির আহম্মেদ,আবু তালহা সেলিম,আমিনুল ইসলাম,সুমন মিয়া,জাহেদুল ইসলাম,বরেণ্য অতিথি,ইউনিয়ন বিএনপির সহ সভাপতি কামাল পাশা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক উকিল,ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সুমন সরকার,বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আলম,হিরু নিঝুম, ফেরদৌস আলম সহ অভিভাবক সদস্যবৃন্দ।
শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় সহকারী শিক্ষক ইনছান আলী ও রেজাউল করিম।
Leave a Reply