আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির গৌরবময় এই দিনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সাংবাদিক ইউনিয়ন বগুড়া।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই সংগঠনের নেতৃবৃন্দ প্রভাত ফেরিতে অংশ নেন। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন তারা। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়া প্রেসক্লাবে আয়োজন করা হয় এক বিশেষ আলোচনা সভা।
শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পনের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন, বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ,সদস্য অনন্ত সেলিম, মাহফুজ মন্ডল, প্রচার সম্পাদক শামীম, কোষাধক্ষ্য ফেরদাউসুর রহমান, সদস্য আইনুর, সদস্য তোফাজ্জল হোসেন, এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ভাষা শহীদদের স্মরণ “বাংলা ভাষার জন্য যে আত্মত্যাগ করা হয়েছে, তা আমাদের জাতীয় গৌরবের অংশ। আমাদের দায়িত্ব হলো এই ভাষার মর্যাদা রক্ষা করা এবং সাংবাদিকতার মাধ্যমে এর সঠিক প্রচার ও সংরক্ষণ নিশ্চিত করাই হলো শ্রদ্ধা নিবেদনের মূল বিষয়বস্তু।
সাংবাদিক ইউনিয়ন, বগুড়ার পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে মাতৃভাষার যথাযথ চর্চা ও সংরক্ষণের আহ্বান জানানো হয়। পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাশীল হওয়ার বার্তা দেওয়া হয়। সাংবাদিকদের অঙ্গীকার প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ প্রতিজ্ঞা করেন যে, ভবিষ্যতেও বাংলা ভাষার প্রচার ও প্রসারে তারা নিবেদিত ভাবে কাজ করে যাবেন। বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং ভাষা শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে সাংবাদিক সমাজের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সবাইকে মনে করিয়ে দেওয়া হয় দরকার লেখনীর মাধ্যমে।
এই দিনটি শুধু শোকের নয়, গৌরবেরও। তাই ভাষার প্রতি দায়বদ্ধ থেকে বাংলা ভাষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায় সাংবাদিক ইউনিয়ন বগুড়া।
Leave a Reply