পুষ্পবিলাস
""""""""""রওশন রোজী
পুষ্পে পুষ্পে ভরে যাবে
পুষ্প কুঞ্জ ছড়াবে সুবাস
অঙ্গে অঙ্গে বিহঙ্গ বাতায়নে
মিলনের আভাস।
রঙে ঢঙে এঁকে বেকে চলা
মাথায় দিবে নানা রুপের ফুলের মালা
বসন্ত বিলাসে ভালোবাসার ছোঁয়া
প্রেমিক প্রেমিকার দল ছুটবে
পুষ্প কুঞ্জে ফুলের ঘ্রাণে।
আকাশে বাতাসে ধ্বণিত হবে
পুষ্প বৃষ্টি ঝরবে সারাক্ষণ সারাদিন
আনন্দে পুলকিত হয়ে কুড়াবে
মিষ্টি হাসিমুখ খানি ভরে যাবে
হৃদয় মন্দিরে ফাল্গুনের হিল্লোলে।
মৌমাছির মেলা বসবে পুষ্পে পুষ্পে
ভ্রমরের গুঞ্জনে মুখরিত
ফুল রাজ্য আকাশে বাতাসে সুবাসিত হবে
মনের বনে জাগাবে শিহরণ
মিষ্টি মধুর গানে মিলন মেলা মূখরিত
ফুলে ফুলে সজ্জিত হয়ে রাঙ্গাবে সবার মন।
ফাল্গুনকে বরণের ডালা সাজাবে যতনে।
সম্পাদক ও প্রকাশক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | +8801711010896 | +8801711651576 | +8801735250082 | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।