আবাম ফাউন্ডেশনের আয়োজনে শিবগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার ও সেহেরি বিতরণ করেন।
রবিবার (৯ মার্চ) বেলা দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল নুরুন আলা নুর দারুল হিকমা নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার ও সেহরির প্যাকেজে ছিল খেজুর, ডাল, ছোলা, পেঁয়াজ, মুড়ি, গুড়, আলু, তেল, চিনি, লবণ, মরিচ, চাল, মিষ্টি কুমড়া সহ নানা প্রয়োজনীয় খাদ্যপণ্য। পবিত্র রমজান মাস উপলক্ষে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে শিবগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার ও সেহেরি বিতরণ করা হয়েছে। এই মহতী আয়োজনটি এলাকার মানুষের মধ্যে দারুণ প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশনের বগুড়া জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামিম। এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল্লাহ আল মাহিন, হাফেজ কারী রিয়াজুল ইসলাম, মোহাম্মদ তারেকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান শামিম বলেন, আবাম ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানোর এই প্রয়াস আমাদের জন্য সত্যিই আনন্দের। তিনি ফাউন্ডেশনের এই কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অতিথিরা আবাম ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কাজে সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন।
এই মহতী উদ্যোগের মাধ্যমে আবাম ফাউন্ডেশন আবারও প্রমাণ করেছে যে তারা মানবতার সেবায় নিবেদিত। স্থানীয় বাসিন্দারাও ফাউন্ডেশনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা করেছেন।
Leave a Reply