1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
ক্রীড়াঙ্গনে ভয়াবহ দুর্নীতি –২০ লাখ টাকায় বিক্রি হচ্ছে তায়কোয়ানডো ফেডারেশনের পদ - ইছামতী নিউজ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
আপডেট নিউজ :
বগুড়া সদরে গোকুল বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে সূধী সমাবেশ ও মতবিনিময় সভা কাতার বাংলাদেশের সাথে এলএনজি সরবরাহের জন্য সমঝোতা স্মারক সম্প্রসারণ করবে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ-অটোচালকদের সড়ক অবরোধ বগুড়ায় মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের সফল সমাপ্তি-৩৫ সাংবাদিক পেলেন সনদপত্র পুলিশ বিনিয়োগকারীদের জন্য নিবেদিতপ্রাণ যোগাযোগ লাইন প্রদান করেছে ইউনেস্কোর মেক্সিকান প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাতিনা প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ প্রধান উপদেষ্টা ঝামেলামুক্ত ঈদের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা জাতিসংঘকে আরও বাংলাদেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছ থেকে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করলেন-প্রধান উপদেষ্টা গাক’র আয়োজনে গাইবান্ধায় স্বপ্ন প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন

ক্রীড়াঙ্গনে ভয়াবহ দুর্নীতি –২০ লাখ টাকায় বিক্রি হচ্ছে তায়কোয়ানডো ফেডারেশনের পদ

নিউজ ডেস্ক | ইছামতী নিউজ
  • Update Time : Thursday, 20 March, 2025
  • ৭১২ Time View

কক্সবাজারে হরিজন কলোনীতে বেড়ে ওঠা রণজিৎ দাস পিতা অন্ন দাস তরুণ বয়সে মায়ানমারে গিয়ে মার্শাল আর্ট শেখেন। এরপর ঢাকায় এসে রণজিৎ দাস  বড় পদ পাওয়া সমস্যা হতে পারে বিবেচনায় নাম পাল্টিয়ে হয়ে যান মাহমুদুল ইসলাম রানা। যুক্ত হন কারাতে ফেডারেশনের সঙ্গে।

বুধবার (১৯ মার্চ) কয়েক বছর পরেই অনিয়ম ও দূর্ণীতির দায়ে তাকে কারাতে ফেডারেশন থেকে বহিষ্কার করা হলে ১৯৯৫ সালে গড়ে ওঠা তায়কোয়ানদো অ্যাসোসিয়েশনে যোগ দেন। দুই বছরের মাথায় ১৯৯৭ সালে সেই অ্যাসোসিয়েশন ফেডারেশনের স্বীকৃতি পেলে অপকৌশলে রানা হন তাঁর প্রথম সাধারণ সম্পাদক। অদ্যাবধি সেই পদেই আছেন তিনি। দীর্ঘ ২৭ বছর একটি ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়ার ধরে রাখা রানাই একমাত্র উদাহরণ নন, ক্রীড়াঙ্গনে এমন আরো বেশ কয়েকজনই আছেন।

গত ৫ই আগস্ট এর পর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাঁরা দীর্ঘদিন ধরে ফেডারেশনের মূল দায়িত্ব অর্থাৎ সাধারণ সম্পাদকের পদে আছেন তাঁদের আর না রাখার নির্দেশনা পেয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রানালয় এর নির্দেশায় জাতীয় ক্রীড়া পরিষদের সার্চ কমিটি। কিন্তু এরই মাঝে ২ই মার্চ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দুর্নীতির ভয়াল ছায়া দেখা মিলেছে। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের (BTF) এডহক কমিটির সদস্য সচিব পদের দর হাঁকা হয়েছে ২০ লাখ টাকা। দীর্ঘ ২৭ বছর ক্ষমতায় থাকা বিতর্কিত সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা নিজে পদ হারানোর আশঙ্কায় অনুগতদের দিয়ে এই পদ কেনার চেষ্টা চালাচ্ছেন বলে তায়কোয়ানদো ক্রীড়াপ্রেমীদের থেকে ভয়াবহ অভিযোগ উঠেছে।

তারা বলছেন, ক্রীড়া ফেডারেশন নিয়ন্ত্রণে চলছে টাকার খেলা। কারাতে ফেডারেশনের এডহক কমিটির সদস্য সচিবের পদ ১২ লাখ টাকায় বিক্রির পর এবার তায়কোয়ানডোতে দর ২০ লাখ টাকা। দুর্নীতির দায়ে অভিযুক্ত রানার সিন্ডিকেট ক্রীড়া ফেডারেশনকে বানিয়েছে ব্যক্তিগত সম্পত্তি, ফেডারেশনের জিমনেসিয়াম বাদেও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে  রানার ব্যাক্তিগত ক্লাব যা থেকে রানার প্রতিমাসে আয় হয় ১০ লাখ টাকার ও বেশি। সংবাদিকদের কাছে ক্রীড়াপ্রেমীরা অভিযোগ জানাই, রানা ভয়ভীতি ও ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দমন করে ২৭ বছর ধরে একই চেয়ারে রয়েছেন । তিনি দেশের বিভিন্ন জেলার কোচকে নানান লোভ দেখিয়ে তাদের খেলোয়াড়দের আনসার ও বিজিবিতে খেলোয়াড় চুক্তিতে  চাকরির নামের আড়ালে মোটা অংকের ঘুষ আদায় করে এবং পরবর্তীতে খেলোয়াড়দের বেতন হতে ৫০% টাকা জোর পূর্বক আদায় করে, বেতন হতে ৫০% টাকা আদায় না হলে ন্যাশনাল গেমস্সহ সকল খেলা থেকে তাকে বঞ্চিত করা হবে বলে রানা ভয় দেখান ।

বিদেশে খেলোয়াড় পাঠানোর নামে গোপনে চলে মানব পাচার যার জলজন্ত প্রমান ইউএস ওপেন তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ এ উজ্জল কুমার দেব আমেরিকায় খেলতে গিয়ে থেকে যান। এছাড়াও মিরপুর ডিওএইচএস তায়কোয়ানডো দোজাংয়ে নারী ও মদের আসর বসিয়ে প্রতি সপ্তাহেই চলে রমরমা পার্টি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন তায়কোয়ানদো কোচ জানাই, এই দুর্নীতির হোতা- মাহমুদুল ইসলাম রানা – বিতর্কিত সাধারণ সম্পাদক, মোসলেম মিয়া – নির্বাহী কমিটির সদস্য, পলাশ মিয়া – নির্বাহী কমিটির সদস্য খন্দকার রেজা,নুরুল ইসলাম, নবাব, ইমরান, বাবুল হোসেন – রানার দুর্নীতির সহযোগী ও সিন্ডিকেট সদস্য। দেশের ক্রীড়াঙ্গন রক্ষায় এখনই আমাদের সোচ্চার হতে হবে।

খেলাধুলার মর্যাদা রক্ষা করতে, তায়কোয়ানডো ফেডারেশন সহ অন্যান্য ফেডারেশন থেকে দুর্নীতিবাজদের আজীবনের জন্য বহিষ্কার করা হোক – এই দাবি জানাচ্ছে দেশের ক্রীড়া সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *