বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সারওয়ার পারভেজ আবারও গৌরবময় অর্জনের স্বাক্ষর রাখলেন। তিনি যোগদানের পর টানা ৫ম বারের মতো শ্রেষ্ঠ ইনচার্জের সম্মাননা অর্জন করে তিনি প্রমাণ করলেন তার দক্ষতা, সততা ও নেতৃত্বের অনন্য মান।
শনিবার(৮ মার্চ) বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম তাঁর হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন। এই অসাধারণ সাফল্যে সারওয়ার পারভেজ বগুড়ার পুলিশ সুপার এবং বগুড়া পুলিশ টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন,এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি পুরো মোকামতলা পুলিশ ফাঁড়ির টিমওয়ার্কের ফল। পুলিশ সুপার স্যার এবং বগুড়া পুলিশের দিকনির্দেশনা ও সহযোগিতা ছাড়া এই সম্মান পাওয়া সম্ভব হতো না।
সারওয়ার পারভেজের নেতৃত্বে মোকামতলা পুলিশ ফাঁড়ি জনসেবায় রেখে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে তার নিরলস পরিশ্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে। টানা পাঁচবার শ্রেষ্ঠ ইনচার্জের স্বীকৃতি তার দায়িত্ববোধ, সততা ও কর্মনিষ্ঠারই প্রমাণ।
বগুড়া জেলার পুলিশ বাহিনীর সুশৃঙ্খল কার্যক্রম এবং জনবান্ধব আচরণের পেছনে যেসব কর্মকর্তার নিরলস প্রচেষ্টা রয়েছে, তাদের মধ্যে সারওয়ার পারভেজ অন্যতম। তার এই অর্জন শুধু তার ব্যক্তিগত নয়, এটি মোকামতলা পুলিশ ফাঁড়ি ও গোটা বগুড়া জেলার জন্যও গর্বের বিষয়। তিনি আইন শৃঙ্খলা লা সহ সকল প্রকার অপরাধ দমনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply