বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ক্ষুদ্রঋণের অগ্রদূত প্রফেসর মুহাম্মদ ইউনূস-কে চীনের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
শনিবার (২৯ মার্চ) এক বিশেষ অনুষ্ঠানে তাকে এ সম্মান জানানো হয়। বিশ্ব দরবারে বাংলাদেশকে গর্বিত করলেন ড. ইউনূস! প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক গং কিয়ান বলেন— “অধ্যাপক ইউনূস শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রপথিক। আমরা গর্বিত যে, তাকে এই সম্মান জানাতে পেরেছি।
ড. ইউনূসের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই সম্মান শুধু আমার নয়, এটি বিশ্বজুড়ে দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা মানুষদের জন্য। চীনা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন তোমাদের হাতেই ভবিষ্যৎ। নতুন উদ্যোগ ও সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বকে বদলে দাও।
ড. ইউনূসের দৃষ্টিভঙ্গিতে তিন শূন্যের বিশ্ব তিনি তার “তিন শূন্যের বিশ্ব” ধারণা উপস্থাপন করেন, শূন্য দারিদ্র্য,শূন্য বেকারত্ব,শূন্য কার্বন নিঃসরণ। চীনা শিক্ষার্থীদের প্রতিক্রিয়া পিকিং বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন,অধ্যাপক ইউনূস আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছেন। সামাজিক ব্যবসার মাধ্যমে আমরাও সমাজে পরিবর্তন আনতে চাই।
Leave a Reply