বগুড়ায় আদালতের মহিলা হাজতখানায় এক নারীর সঙ্গে অবৈধভাবে দেখা করায় পুরুষ আসামি শ্রমীকলীগ নেতা,১৩ বছরের প্রাপ্ত ও ধর্ষন মামলার আসামী তুফান সরকার কে হাতে নাতে ধড়লেন সাংবাদিকরা।
সোমবার (৩রা মার্চ) বিকালে বগুড়া শীর্ষ সন্ত্রাসী মতিন সরকার এর ছোট ভাই তুফান সরকার। মাদক সম্রাট তুফান সরকার এর পূর্বেও জোরপূর্ব এক মা ও মেয়েকে ধর্ষন করে সে মামলায় ১৩ বছরের জেল হয় তুফান সরকারের।
মতিন সরকার এর ছোট ভাই তোমার সরকার নারী ব্যবসা মাদক ব্যবসা ছিনতাই অপহরণ চুরি ডাকাতি অটো রিস্কাটল তলা থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যার সাথে ধর্ষক তুফান সরকারের সম্পৃক্ত ছিলনা।
একটি সূত্রে জানা যায় তুফান সরকারের পূর্বের স্ত্রী আসা ও মহিলা কাউন্সিলর রুমকির ছোট বোনকে দিয়ে তুফান সরকার দেহ ব্যবসা করাতেন এমনকি তুফান সরকারের বড় ভাই মতিন সরকার ও সোহাগ সরকার এর বিছানার সহ্য সঙ্গী হতে হয় তুফান সরকারের পূর্বের স্ত্রী আশাকে।
Leave a Reply