1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
বগুড়ার শিবগঞ্জে সেকেন্ড রিপাবলিক ঘোষনা বা গণপরিষদ নির্বাচনের সুযোগ নেই- ইশরাক হোসেন - ইছামতী নিউজ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
আপডেট নিউজ :
পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ-অটোচালকদের সড়ক অবরোধ বগুড়ায় মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের সফল সমাপ্তি-৩৫ সাংবাদিক পেলেন সনদপত্র পুলিশ বিনিয়োগকারীদের জন্য নিবেদিতপ্রাণ যোগাযোগ লাইন প্রদান করেছে ইউনেস্কোর মেক্সিকান প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাতিনা প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ প্রধান উপদেষ্টা ঝামেলামুক্ত ঈদের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা জাতিসংঘকে আরও বাংলাদেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছ থেকে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করলেন-প্রধান উপদেষ্টা গাক’র আয়োজনে গাইবান্ধায় স্বপ্ন প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন ANFREL অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে সেরা নির্বাচন করবে

বগুড়ার শিবগঞ্জে সেকেন্ড রিপাবলিক ঘোষনা বা গণপরিষদ নির্বাচনের সুযোগ নেই- ইশরাক হোসেন

রোমান আলী | স্টাফ রিপোর্টার
  • Update Time : Friday, 14 March, 2025
  • ৯৬ Time View

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ১৭ বছর জেল-জুলুম, গুম-খুনসহ বিভিন্ন নীপিড়নের শিকার হয়ে আমরা হাসিনা বিরোধী আন্দোলন করে এসেছি। যারা নতুন দল গঠন করেছে, তারা ভাবে তারা একাই হাসিনা পতনের আন্দোলন করেছে। তারা ৭১ এর মুক্তিযুদ্ধকেও বাদ দিতে চায়। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়নি, দেশ একবারই স্বাধীন হয়েছে। আজ যারা সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, অথচ এসব দেশের জনগণ তারা বোঝেই না। ছাত্র আন্দোলনের মুখপাত্র যারা তারা ভাবে, তারাই শুধু আন্দোলন করেছে, আর কেউ ছিল না। তাদের এ ধারনা ভুল। হাসিনা পতনের আন্দোলন বিএনপিসহ সর্বস্তরের জনগণ অংশ নিয়েছিল।

তিনি আরো বলেন, দেশে নতুন করে সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচনের সুযোগ নেই। যদি সেসব বাস্তবায়ন করতে চান জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসে এসব আইন করেন। সংস্কার করার দায়িত্ব একটি নির্বাচিত সরকারের, অন্তবর্তী সরকার সংস্কারের যে পদক্ষেপ নিয়েছেন তার বৈধতা দিতে হলে নির্বাচিত সরকারকে দিতে হবে। তাই সংস্কার কার্যক্রম দীর্ঘায়িত করলে তা প্রশ্নবিদ্ধ হবে। অন্তবর্তী সরকারের দ্রুত নির্বাচন দেয়া উচিত।
এসময় প্রধান অতিথি আরো বলেন, খুনি হাসিনার উপযুক্ত বিচার করতে হলে বিএনপির মতো শক্তিশালী সরকারের দরকার। আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ১৭ বছর আন্দোলনে মাঠে ছিলাম।

১৪ মার্চ, ২০২৫, শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজলার মোকামতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে মোকামতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপরোক্ত প্রধান অতিথির বক্তব্যে কথা গুলি বলেন তিনি।
উক্ত ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ জনতা অংশগ্রহণ করেন। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে দোয়া করা হয়।

মোকামতলা ইউনিয়নের ১০ টি ভোট কেন্দ্র কমিটির সকল সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সন্মানে আয়োজিত ইফতার মাহফিল মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরআলম মোঃ মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম।
প্রধান বক্তার বক্তব্যে মীর শাহে আলম বলেন, সংস্কার দীর্ঘায়িত না করে দ্রুত নির্বাচন দিন। ড. ইউনুস সম্মানিত মানুষ, সম্মান থাকতেই ভোট দেয়া উচিত। তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, তাদের ভোট দিলে নাকি বেহেশতের টিকিট দিবে। এমন বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি।

মাহফিল পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, জেলা বিএনপির উপদেষ্টা মাহমুদ হোসেন তৌফিক, সাবেক সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, কৃষক দলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
ইফতার মাহফিলে ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *