বগুড়া জেলার শিবগঞ্জ থানার বিভিন্ন গ্রামে বিএনপি নেত্রীর সুস্থতা কামনায় গণসংযোগ করলেন।
মঙ্গলবার (১৮ মার্চ) বগুড়া শিবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের (অর্জুনপুর, বেড়াবেলা, পাইকপাড়া) বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার তিন বারের সফল সাবেক মেয়র আলহাজ্ব মতিয়ার রহমান মতিন।
অনুষ্ঠিত এই গণসংযোগে তিনি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে মতিয়ার রহমান মতিন বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা ও মুক্তির জন্য আমাদের সকলকে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
Leave a Reply