বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর মধ্যপাড়া (চকপাড়া ব্লক)-এ কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো মসলা জাতীয় ফসল জিরার মাঠ দিবস ও কারিগরি বিষয়ক আলোচনা সমাবেশ।
মঙ্গলবার(১১ মার্চ) দুপুর ১২টায় অনুষ্ঠিত এই আয়োজনে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ড. মো: জুলফিকার হায়দার প্রধান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মসলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়া। তিনি বলেন, “বাংলাদেশের কৃষি উন্নয়নের মূল চালিকাশক্তি আমাদের কৃষকরা। আধুনিক প্রযুক্তি ও উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়ন সম্ভব। তিনি মসলা চাষে নতুন কলাকৌশল ও বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ সোহেল মো: শামসুদ্দিন ফিরোজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বনানী, বগুড়া।
তিনি বলেন, “কৃষকদের সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদনে বিপ্লব ঘটানো সম্ভব। আমাদের উদ্দেশ্য কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষাবাদের তথ্য পৌঁছে দেওয়া। সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাশিদুল ইসলাম রুপম, পীযূষ রায়, মাহমুদুল হাসান, রাকিব হাসান, বিতাশ চন্দ্র, এবং মাহমুদুল হক। স্থানীয় কৃষকরাও তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন, যার সমাধানে কৃষি কর্মকর্তারা বিভিন্ন দিকনির্দেশনা দেন।
কারিগরি আলোচনায় বিশেষভাবে মসলা চাষ, মাটি ব্যবস্থাপনা, কীটনাশক ব্যবহার ও সুষম সার প্রয়োগ নিয়ে বিশদ আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষাংশে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply