1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
শেরপুরে চুরিকৃত মালামাল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য বরিশাল ও পটুয়াখালী থেকে গ্রেফতার - ইছামতী নিউজ
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়া সদরের নামুজা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এর ইন্তেকাল- জানাযার নামাজ সম্পন্ন দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা ভিনদেশী এজেন্ডা -মাফতুন আহমেদ খান রুবেল বগুড়ার লাহিড়ীপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য বগুড়ায় গ্রেফতার গাবতলীতে ভিজিএফ এর চাল বিতরণে চমক সৃষ্টি করলেন প্যানেল চেয়ারম্যান- আবু জাফর প্রধান উপদেষ্টার চীন সফর ঘিরে আসতে পারে বড় ঘোষণা বগুড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যার অভিযোগ নিম পাতার উপকারিতা আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে- নাহিদ ফাঁপোর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উম্মুক্ত ইফতার মাহফিল

শেরপুরে চুরিকৃত মালামাল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য বরিশাল ও পটুয়াখালী থেকে গ্রেফতার

রাসেল আহম্মেদ | স্টাফ রিপোর্টার
  • Update Time : Tuesday, 11 March, 2025
  • ৫১ Time View

বগুড়ার শেরপুর থানা এলাকার শেরুয়া বটতলা পিরপাল মার্কেটের ‘কিষান অটো’ নামক ব্যাটারির দোকানে ভয়াবহ চুরির ঘটনায় অবশেষে পুলিশের সাফল্য। তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা চোর ও ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে সুদূর বরিশাল ও পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ২৯টি ব্যাটারি এবং ১০৫টি চোরাই গ্যাস সিলিন্ডার। শেরপুর থানাধীন ১০নং শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় অবস্থিত কিষান অটো ব্যাটারির দোকান থেকে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রাতে ৪১টি ইজিবাইক, অটোরিকশা, আইপিএস এবং সিএনজি ব্যাটারি চুরি হয়। যার আনুমানিক মূল্য ৪,২৫,৫০০ টাকা।

পরদিন ১৭ ফেব্রুয়ারি সকালে দোকানের মালিক মো. সেলিম তালা কাটা অবস্থায় দোকান দেখতে পান এবং বুঝতে পারেন যে দোকানের সব মূল্যবান ব্যাটারি চুরি হয়েছে। দোকানের মালিক বিষয়টি শেরপুর থানায় জানালে শেরপুর থানার মামলা নং-১৮, তারিখ-২৩/০২/২০২৫ খ্রিস্টাব্দে মামলা রুজু হয়। তদন্ত ও অভিযান মামলাটির তদন্তভার গ্রহণ করেন এসআই মো. আনোয়ার হোসেন। তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন সূত্র ধরে ২৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার দাতপুর এলাকা থেকে প্রথম আসামি মো. নুরুন্নবীউল আহসান রুমিকে (৪৭) গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং প্রযুক্তিগত সহযোগিতায় পরবর্তী অভিযান পরিচালিত হয়।

এরই ধারাবাহিকতায় ১০ মার্চ ২০২৫ তারিখে পটুয়াখালীর গলাচিপা থানার শৈল্যাবুনিয়া এলাকা থেকে মো. ইয়াকুব মৃধাকে (৪৪) গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬:৩০ মিনিটে বরিশাল জেলার বিমানবন্দর থানার করাপুর এলাকা থেকে মো. শহিদুল ইসলাম ওরফে শহিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেখানো মতে ২৯টি ব্যাটারি উদ্ধার করা হয়। যার মধ্যে ২৫টি পুরাতন ইজিবাইক ব্যাটারি ও ৪টি নতুন সিএনজি ব্যাটারি। এই ব্যাটারিগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩,০০,০০০ টাকা। একই অভিযানে উদ্ধার করা হয় ১০৫টি চোরাই গ্যাস সিলিন্ডার। এর মধ্যে ৯০টি খালি ও ১৫টি গ্যাসভর্তি। এসব সিলিন্ডারের মোট মূল্য প্রায় ৪,২০,০০০ টাকা।

তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত দুইজন আন্তঃজেলা চোর ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ব্যাটারি, গ্যাস সিলিন্ডারসহ মূল্যবান সামগ্রী চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানার মামলা নং-১৮, জিআর নং-৪৬/২৫, ধারা-৪৫৭/৪৬১/৩৮০ পেনাল কোড-১৮৬০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত গ্যাস সিলিন্ডারের প্রকৃত মালিক খুঁজে বের করতে বাংলাদেশের সব থানায় বেতার বার্তা প্রেরণ করা হয়েছে। উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সফল অভিযানে নেতৃত্ব দেন শেরপুর থানার এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেন। তার সঙ্গে ছিলেন শেরপুর থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ ফোর্স।

শেরপুর থানার পুলিশের এই সফল অভিযানের মাধ্যমে চুরিকৃত মূল্যবান মালামাল উদ্ধার এবং আন্তঃজেলা চোরচক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং অবশিষ্ট চুরিকৃত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *