বগুড়া গাবতলী পবিত্র রমজান মাসের বরকতময় মুহূর্তে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য উদাহরণ তৈরি করলো সাহাপুর এডুকেশন অ্যান্ড রিফর্ম ফোরাম (SERF Family)।
সোমবার (১০ মার্চ) কাগইল ইউনিয়নের এই সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়, যেখানে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপকরণ অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যরা অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার সঙ্গে এই মহতী কাজে অংশগ্রহণ করেন। তারা জানান, সমাজের অবহেলিত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই মানবিক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করে তারা সবার কাছে দোয়া কামনা করেছেন।
এই উদ্যোগকে সফল করতে SERF Family-এর সকল গুরুত্বপূর্ণ সদস্যের অবদান ছিল প্রশংসনীয়। বিশেষভাবে স্মরণ করা হয় Abu Hasanat Limon ভাইকে, যিনি সংগঠনের অন্যতম প্রেরণা। এছাড়াও, যেসব সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় এই আয়োজন সফল হয়েছে, তাদের প্রতিও জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা।
SERF Family-এর এই উদ্যোগ শুধু ত্রাণ বিতরণ নয়, এটি ভালোবাসার বন্ধন, মানবতার সেবা। ভবিষ্যতে আরও বড় উদ্যোগ নিয়ে সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সবশেষে, SERF Family সকল শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন, যেন তারা মানবতার এই পথে আরও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে পারেন।
Leave a Reply