1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
অসহায় মানুষের ন্যায্য সম্পত্তির উপর দখলের হুমকি - ইছামতী নিউজ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
আপডেট নিউজ :
বগুড়া সদরে গোকুল বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে সূধী সমাবেশ ও মতবিনিময় সভা কাতার বাংলাদেশের সাথে এলএনজি সরবরাহের জন্য সমঝোতা স্মারক সম্প্রসারণ করবে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ-অটোচালকদের সড়ক অবরোধ বগুড়ায় মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের সফল সমাপ্তি-৩৫ সাংবাদিক পেলেন সনদপত্র পুলিশ বিনিয়োগকারীদের জন্য নিবেদিতপ্রাণ যোগাযোগ লাইন প্রদান করেছে ইউনেস্কোর মেক্সিকান প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাতিনা প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ প্রধান উপদেষ্টা ঝামেলামুক্ত ঈদের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা জাতিসংঘকে আরও বাংলাদেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছ থেকে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করলেন-প্রধান উপদেষ্টা গাক’র আয়োজনে গাইবান্ধায় স্বপ্ন প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন

অসহায় মানুষের ন্যায্য সম্পত্তির উপর দখলের হুমকি

রাসেল আহম্মেদ | গাবতলী প্রতিনিধি
  • Update Time : Tuesday, 8 April, 2025
  • ১১২ Time View

বগুড়ার শিবগঞ্জে জমি দখলের অভিযোগ, আতঙ্কে চাকলমা ডাক্তার পাড়ার বাসিন্দা তরিকুল ইসলাম।

মঙ্গলবার (৮ এপ্রিল ) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা ডাক্তার পাড়া গ্রামে অসহায় মানুষের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই এলাকার বাসিন্দা মোঃ তরিকুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী ১/ মোঃ মাহিনুর ইসলাম (৪৫), পিতা-মৃত আবু হোসেন, ২/ মোঃ মাহমুদুল (৩৫), ৩/ মেহেদুল ইসলাম (৩৫), সর্ব সাং- চাকলমা ডাক্তারপাড়া, ৪/ আশরাফুল ইসলাম (৩৫), পিতা-মোঃ বুলু মিয়া, ৫/ মোঃ ফারুক (৩০), পিতা-মোঃ জালাল, সাং-চাকলমা মধ্যপাড়া, ৬/ মোঃ রবিন (১৮), পিতা মোঃ মোকছেদুল, সাং- মহাস্থান, ৭/ মোঃ শিথীল (২২), পিতা মোঃ মহিনুর, সাং- চাকলমা ডাক্তারপাড়া, ৮/ মোঃ রিয়াদ (১৮), পিতা মোঃ সেলিম, সাং- মালাহার, ৯/ মোঃ আঃ মান্নান (৭০), ১০/ মোঃ নান্নু মিয়া, পিতা-মৃত তছিবাঘা, সাং- চাকলমা মধ্যপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা-বগুড়া—এই ১০ জনের বিরুদ্ধে জমি দখলের পাঁয়তারা ও ভাঙচুরের গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তিনি তার ক্রয়কৃত ও কবলাকৃত জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন। জমিটির খাজনা-খারিজও নিয়মমাফিক পরিশোধ করা হয়েছে। কিন্তু বিবাদীরা সেই জমির ওপর দীর্ঘদিন ধরে দখল করার জন্য ষড়যন্ত্র করে আসছে। সবশেষে, গত ৪ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৩টায় বিবাদীরা সংঘবদ্ধ হয়ে তার সম্পত্তিতে প্রবেশ করে টিনের একটি ছাপড়া ঘর ভাঙচুর করে এবং জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা চালায়। তরিকুল ইসলাম বাধা দিতে গেলে তাকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১নং বিবাদী একজন পুলিশ সদস্য হওয়ায় তার প্রভাব খাটিয়ে অন্যান্য বিবাদীদের নিয়ে ভুক্তভোগীকে নিরবিচারে হুমকি দিয়ে আসছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তরিকুল ইসলামের দাবি, এখন তিনি ও তার পরিবার জীবন নিয়ে আতঙ্কে রয়েছেন এবং ন্যায়বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে মোছাঃ সালমা বেগম (তরিকুল ইসলামের স্ত্রী) এবং মোঃ শাজাহান (পিতা-মৃত দৌলতজামান) অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তফশীল সম্পত্তির বিবরণঃ জেলা: বগুড়া, থানা: শিবগঞ্জ, মৌজা: চাকলমা, জে এল নং: ২০৯, খতিয়ান নং: ২১৪, দাগ নং: ৩৯৩৮, ৩৯৩৯, পরিমাণ: ২৫ শতক জমি। তরিকুল ইসলাম এই জমির বৈধ মালিক দাবি করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই জমি শুধু একটি টুকরো মাটি নয়—এটি একজন অসহায় মানুষের শেষ আশ্রয়। এখানে ন্যায়বিচার না হলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কোথায় দাঁড়াবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *