চার বছরের মোবাশিরা সাবা আকতারের বৈশাখী উচ্ছ্বাসে মুগ্ধ সাতমাথা, ক্যামেরায় বন্দি রঙিন মুহূর্ত ।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপনে উৎসবের ঢেউ ছড়িয়ে পড়ে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায়। সকাল থেকেই নানা রঙে সেজে, উচ্ছ্বসিত জনতার ঢল নামে শহরের এই জনপ্রিয় প্রাঙ্গণে। মুখর হয়ে ওঠে চারপাশ—লোকজ সংগীত, মঙ্গল শোভাযাত্রা, ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় যেন ফিরে আসে শিকড়ের টান।
এই বর্ণিল উৎসবের মধ্যমণি হয়ে ওঠে চার বছরের এক খুদে অংশগ্রহণকারী—মোছাঃ মোবাশিরা সাবা আকতার। লাল-সাদা বৈশাখী পোশাক, কপালে টিপ, মাথায় ফুলের মালা আর হাতে দেশীয় হাতপাখা—সব মিলিয়ে সাবার বৈশাখী সাজ দর্শনার্থীদের নজর কাড়ে মুহূর্তেই। শিশু সাবার মুখের চঞ্চল উচ্ছ্বাস এবং নিষ্পাপ হাসি যেন পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। সাতমাথার সেই আনন্দঘন পরিবেশে ক্যামেরায় বন্দি হয় সাবার রঙিন উপস্থিতি। অনেকেই তাকে ঘিরে ছবি তুলেন, ভিডিও করেন, আর বলেন এই শিশুটির মধ্যেই যেন ধরা পড়েছে আসল বাঙালিয়ানার রূপ।
স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে এবং প্রশাসনের সহযোগিতায় এবারের বৈশাখী অনুষ্ঠান ছিল আরও সুশৃঙ্খল ও বৈচিত্র্যময়। নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো, একই সঙ্গে পরিবেশ ছিল উপভোগ্য ও পরিবারকেন্দ্রিক। পহেলা বৈশাখে মোছাঃ মোবাশিরা সাবা আকতারের এমন নিখুঁত বৈশাখী রূপ শুধু সাতমাথার উৎসবকে নয়, বরং পুরো বগুড়ার মানুষকে ছুঁয়ে যায় এক অন্যরকম আবেগে।
নতুন বছরের শুরুতে এই শিশুর হাসিমাখা মুখ যেন আশাবাদের বার্তা হয়ে রইল সবার মনে।
Leave a Reply