বগুড়ায় ঈদুল ফিতর উপলক্ষে যুব উন্নয়ন সংঘের আয়োজনে শট পিস ক্রিকেট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ৪ ঠা এপ্রিল) বগুড়া সদর উপজেলার রাজাপুর মোন্নাপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী ক্রীড়া আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সার্বজনীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানের আয়োজন করে যুব উন্নয়ন সংঘ, বগুড়া—একটি সামাজিক ও ক্রীড়ামূলক সংগঠন, যারা দীর্ঘদিন ধরে তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সচেতন ও সমাজমুখী করে তুলতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সম্মানিত সভাপতি জনাব আহসান হাবিব মমি, যিনি শহরের যুব রাজনীতিতে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছেন।সভাপতিত্ব করেন জনাব শরিফুল ইসলাম শামীম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তারেক মসজিদ সোহাগ, সিনিয়র সহ-সভাপতি, শহর যুবদল, জনাব ওয়াসিম রেজা, প্রচার সম্পাদক, শহর যুবদল, জনাব মিল্টন, সভাপতি, ৩নং ওয়ার্ড যুবদল, জনাব ফয়সাল, ৯নং ওয়ার্ড যুবদল, জনাব শাহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৩নং ওয়ার্ড যুবদল, জনাব ছোটন, ১৪নং ওয়ার্ড যুবদল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের বলিষ্ঠ নেতৃবৃন্দ, যারা সংগঠনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাদের মধ্যে ছিলেন:
রেজাউল হক, দেলোয়ার হোসেন মুক্তার, ড. মমিনুর রহমান, আব্দুল মালেক মাস্টার, মোঃ মোনারুল ইসলাম, আশরাফুল ইসলাম তুষার, ওবাইদুল হাবিব মিম, সাদ্দাম হোসেন, সাইদুল হক, রবিউল ইসলাম, মেহেদী হাসান মেহরাজ, মিনারুল ইসলাম সাক্ষু, রাশেদুল ইসলাম রাশেদ, বাবু, শফিকুল ইসলাম সাগর, রফিকুল ইসলাম, ও আবু সাঈদ প্রমুখ।
ফাইনাল ম্যাচটি ছিল দর্শনীয় ও রোমাঞ্চকর, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, আগামীতে এমন আরও ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এলাকার যুব সমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে সম্পৃক্ত রাখার পরিকল্পনা রয়েছে।
Leave a Reply