বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক-সার্কেল একটি সফল অভিযান পরিচালনা করেছে। সন্ধ্যায় সদর থানাধীন ঢাকা-রংপুর মহাসড়কের ছিলিমপুর ১ম বাইপাস, বগুড়া ফিলিং স্টেশনের সামনে থেকে দুই হাজার পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক-সার্কেল এর একটি বিশেষ দল। গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযানে নামে এবং সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে অধিদপ্তর এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply