বগুড়ার সদরের গোকুল ইউনিয়নের উত্তর বাঘোপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে বুধবার রাতে স্থানীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
বুধবার (২রা এপ্রিল) গোকুল ইউনিয়ন পরিষদের ৮নং ওর্য়াড ইউপি সদস্য মোফাজ্জল হোসেন যাদু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গ্রাম উন্নয়নকর্ম গাক,বগুড়ার যুগ্ম পরিচালক হাসান আসরা ফু- জামান কনক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা ও পরিচালক মধু হাউস শহিদুল ইসলাম স্বপন,মেহেদী হাসান জুয়েল,আব্দুল মতিন খন্দকার,উজ্জ্বল হোসেন, সমাজ সেবক আবুল ফাত্তাহ সোহেল, বাঘোপাড়া উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি আব্দুল বারী মন্ডলের সহ সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন, মাওঃ মোঃ বায়েজিদ হোসেন,কুষ্টিয়া,২য় বক্তাঃ আলহাজ্ব ক্বারী হাফেজ মাওঃ মোঃ গোলাম মাওলা,খতিব,বাঘোপাড়া উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ।
৩য় বক্তাঃ হাফেজ ক্বারী মাওঃ ইউসুফ আলী, পেশ ইমাম,বাঘোপাড়া নুরুলআলা নুর জামে মসজিদ,বগুড়া। শেষে দেশ জাতীর সম্মৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। মাহফিল সঞ্চালনায়ঃ মোঃ আমিনুল ইসলাম।
Leave a Reply