বগুড়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর তৃতীয় দিনের কার্যক্রম হয়।
শনিবার (১২এপ্রিল) বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর বগুড়া জেলার দ্বিতীয় দিনের (শারীরিক সক্ষমতা যাচাই- দৌড়, পুশআপ, লংজাম্প ও হাইজাম্প) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় দিনের কার্যক্রম (শারীরিক সক্ষমতা যাচাই- দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোঃ সারোয়ার জাহান, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), ডিআইজি (সাময়িক দায়িত্বে), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম পরিদর্শন করেন। মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রার্থীদের দালাল ও প্রতারক চক্র থেকে সাবধান থাকার বিষয়ে অনুরোধ করেন।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পাবনা, জনাব আছমা আরা জাহান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিরাজগঞ্জ, ডা. সারাবান তহুরা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, বগুড়া।
এছাড়াও নিয়োগ ডিউটিতে নিয়োজিত বগুড়া জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply