বগুড়া সাতমাথায় মেহমানদের আপ্যায়নে হামদর্দ রুহ্ আফজা শত বছরের স্বাদ, শত বছরের আস্থা।
সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্যে বিশেষ স্থান করে নিয়েছে মেহমানদের আপ্যায়নে হামদদ রুহ্ আফজা। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এ বিশেষ আপ্যায়নে ৪শতাধিক মেহমানকে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী ঠান্ডা শরবত রুহ্ আফজা।
শতবর্ষের বেশি সময় ধরে বাঙালির হৃদয়ে স্থান করে নেওয়া এই পণ্য তার স্বাদ, সৌরভ এবং স্বাস্থ্যগুণের জন্য বিশেষভাবে জনপ্রিয়। বৈশাখের দাবদাহে এক গ্লাস ঠান্ডা রুহ্ আফজা যেন প্রশান্তির পরশ, ক্লান্তি দূর করার পাশাপাশি অতিথি আপ্যায়নের অন্যতম বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠেছে।
হামদদ ল্যাবরেটরিজের এই ঐতিহ্যবাহী পণ্যটি শুধুই একটি পানীয় নয়, এটি এক আস্থার নাম প্রজন্মের পর প্রজন্ম ধরে পরীক্ষিত ও বিশ্বস্ত। এবারের বৈশাখী আয়োজনেও তার প্রমাণ মিলেছে সাতমাথার উৎসবে।
হামদাদ এক বিশ্বস্ত নাম, পরীক্ষিত পণ্য। রুহ্ আফজা শত বছরের স্বাদ, শত বছরের আস্থা।
Leave a Reply