সোমবার (১৪ এপ্রিল) এসো হে বৈশাখ এসো এসো…০১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসন কর্তৃক বর্ষবরণ শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পুলিল সুপার মহোদয় বলেন, পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন প্রাণের উৎসব। আনন্দ, কল্যাণ, প্রীতি আর নূতন জীবনের প্রতীক বাংলা নববর্ষ।
সূর্যোদয়ের নূতন আলোর ছোঁয়ায় বাঙময় হয় সবার প্রাণ। অতীতের গ্লানি মুছে সুখ, শান্তি, সমৃদ্ধি আর প্রগতির পথে আবর্তিত হওয়ার আবাহনে সকল প্রাণ ঋদ্ধ হয় এই দিনে। তাই বাংলা নববর্ষ আয়োজন এত বেশী আবেগঘন, আনন্দময়। পুলিশ সুপার মহোদয় আরও বলেন, আমাদের স্বাধিকার, সাংস্কৃতিক উত্তরাধিকার ও জাতিসত্তা বিকাশে বাংলা বর্ষবরণ অভূতপূর্ব তাৎপর্য বহন করে। জাতির যে কোন ক্রান্তিলগ্নে পহেলা বৈশাখের চেতনা আমাদের পথ চলতে শেখায়। বাংলা নববর্ষ উদযাপনের মাঝে নিহিত আছে জাতিসত্তা হিসেবে নিজ শেকড়ের অনুসন্ধান। সকল অমানিশা হারিয়ে আমরা যেনো বিশ্বমানব হয়ে উঠি।
তাই কায়মনে বাঙালি হিসেবে নিজেকে উপস্থাপনের মাঝেই প্রতিভাত এবারের বাংলা নববর্ষ উদযাপন। এসময় জেলা পুলিশ, জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply