শাজাহানপুরে অবৈধভাবে কৃষি জমি ভরাট করার কারনে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করলেন মোবাইল কোর্ট ।
বুধবার (৯ এপ্রিল) বিকাল ৪:১০ মিনিট থেকে শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের খোদাবন্দবালা গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব জান্নাতুল নাইম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর, বগুড়া। অভিযানকালে মোঃ তোজাম্মেল আলী মোল্লা (৭৫) কে বিনা অনুমতিতে মাটি কাটার মাধ্যমে কৃষি জমি ভরাট করার সময় হাতে-নাতে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের সামনে অপরাধ স্বীকার করায় তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তাকে ভবিষ্যতে এমন বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য সতর্কও করা হয়েছে। এই মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন শাজাহানপুর থানার পুলিশ সদস্য ও স্থানীয় আনসার বাহিনী। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Leave a Reply