শিক্ষার দ্বার উন্মোচনে নেপালতলীতে আজাহার শফিক ফাউন্ডেশন টেকনিক্যাল কলেজের শুভ উদ্বোধন করেন।
বুধবার (১৬ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার অন্তর্গত নেপালতলী ইউনিয়নে আজাহার শফিক ফাউন্ডেশন এর উদ্যোগে নির্মিত “আজাহার শফিক ফাউন্ডেশন টেকনিক্যাল কলেজ”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাবতলী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, গাবতলী ও শাজাহানপুর উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এবং গাবতলী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোরশেদ মিল্টন।
এছাড়াও উপস্থিত ছিলেন গাবতলী থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ সিরাজুল হক, এবং বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও টেকসই শিক্ষাব্যবস্থার বিকাশে এই টেকনিক্যাল কলেজ গাবতলী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আজাহার শফিক ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগ নিঃসন্দেহে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply