বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ড্রোন শো ও কনসার্ট। বর্তমানে এই আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। তারই অংশ হিসেবে ড্রোন শোয়ের জন্য চীনা প্রযুক্তি দল ঢাকায় এসে পৌঁছেছে।
শুক্রবার (১১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান। মোস্তফা সরয়ার ফারুকী ঢাকাবাসীর উদ্দেশে লিখেছেন, হ্যালো ঢাকা, প্রস্তুত হও-‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এক অসাধারণ ড্রোন শো উপভোগের জন্য। তিনি আরও লিখেছেন, ড্রোন শোয়ের আগে দর্শকদের জন্য থাকছে এক মনোমুগ্ধকর কনসার্ট। পুরো আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের দিন, বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা লিখেছেন, এ আয়োজনটি ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এ সহযোগিতার জন্য চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের প্রতি কৃতজ্ঞতা।
সবশেষে তিনি লিখেছেন, বন্ধু-পরিবারসহ সবাইকে আমন্ত্রণ—চলে আসুন, একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিই।
সম্পাদক ও প্রকাশক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | +8801711010896 | +8801711651576 | +8801735250082 | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।