বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর গ্রামে গ্রীষ্মকালীন (খরিপ-১ মৌসুমে) ফুলকপি চাষে কৃষকেরা নতুন আশার আলো দেখছেন। এই সম্ভাবনাময় ফসলের উন্নত ফলন নিশ্চিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পরিদর্শন ও সরাসরি প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।
সম্প্রতি কৃষি কর্মকর্তারা মিরপুর গ্রামের কয়েকটি ফুলকপির জমি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা ফুলকপি চাষে সুষম সার প্রয়োগ, জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, কীটনাশকের সঠিক ব্যবহার এবং পরিচর্যা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
ফুলকপি চাষে সফলতা পেতে কৃষকদের সঠিক প্রযুক্তি ও পদ্ধতি প্রয়োগের উপর জোর দেন সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা। কৃষকরা জানান, এই মৌসুমে ফুলকপি চাষ করে ভালো লাভের আশা করছেন তারা। একজন কৃষক বলেন, এ বছর প্রথমবারের মতো গ্রীষ্মকালে ফুলকপি চাষ করছি। কৃষি অফিস থেকে পরামর্শ পেয়ে আমরা অনেক আত্মবিশ্বাসী।
এ সময় কৃষি বিভাগ আশা প্রকাশ করে যে, সঠিক পরিচর্যা ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে ফুলকপি চাষে ভালো ফলন নিশ্চিত করা সম্ভব হবে এবং এটি কৃষকের আর্থিক উন্নয়নে সহায়ক হবে।
মাঠ পর্যায়ে এ ধরনের উদ্যোগ কৃষকদের উদ্দীপনা বাড়ানোর পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply