সচেতন, সংগঠিত ও জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ-বগুড়ায় সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ মে) বিকাল ৪টায় সচেতন সংগঠিত ও জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ-এই প্রত্যয়কে সামনে রেখে সুজন–সুশাসনের জন্য নাগরিক, বগুড়া জেলা শাখার আয়োজনে শহরের সৈকত হোটেল ও রেস্তোরাঁয় একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের মূল প্রতিপাদ্য ছিল রাষ্ট্র সংস্থারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা। গোলটেবিল বৈঠকে জেলার বিশিষ্ট নাগরিক, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও তরুণ প্রজন্মের সদস্যরা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিলিপ কুমার সরকার, কেন্দ্রীয় সমন্নয়ক -সুজন ঢাকা। এছাড়া আরো ৬৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো, গণতন্ত্রের চর্চা, অংশগ্রহণমূলক রাজনীতি, এবং নাগরিকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ড.আশফাক হোসেন। তিনি বলেন, গণতন্ত্র শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি জীবনধারা, যেখানে সচেতন নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সভায় আলোচকরা বলেন, জাতীয় ঐকমত্য ছাড়া রাষ্ট্রের কাঠামো সুসংহত রাখা সম্ভব নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাষ্ট্রের মৌলিক বিষয়ে একটি সমঝোতা প্রয়োজন। বিশেষত তরুণ সমাজকে গণতান্ত্রিক চর্চায় সম্পৃক্ত করা ও শিক্ষার মাধ্যমে নাগরিক সচেতনতা তৈরি করাকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
অনুষ্ঠানে সুজনের কেন্দ্রীয় প্রতিনিধিদের মধ্যে অনেক বক্তব্য বলেন, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক বিভাজন, অবিশ্বাস ও জনবিচ্ছিন্নতার যে পরিবেশ তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের জন্যই এই ধরনের আলোচনা প্রয়োজন।
সভা শেষে অংশগ্রহণকারীরা রাষ্ট্র সংস্থার কাঠামো পুনর্বিন্যাসে সর্বস্তরের নাগরিক মতামত গ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। একইসাথে সুজন এই ধরনের সচেতনতামূলক আলোচনা দেশের অন্যান্য জেলাতেও আয়োজন করার ঘোষণা দেয়।
সুজনের এই আয়োজন বগুড়ার নাগরিক সমাজে গণতান্ত্রিক ভাবনার বিকাশে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply