মানি লন্ডারিং বিরোধী সভায় সভাপতিত্ব করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৯ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে মানি লন্ডারিং প্রতিরোধ ও এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভায় সরকারের বিভিন্ন সংস্থা ও আইন প্রয়োগকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানি লন্ডারিং রোধে গৃহীত চলমান উদ্যোগ, আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তির ব্যবহার এবং আইনগত কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
অধ্যাপক ইউনূস তার বক্তব্যে বলেন, “মানি লন্ডারিং দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। এ সমস্যা সমাধানে সরকার অত্যন্ত আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব। তিনি আরও জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিতকরণ, সীমান্তপথে অবৈধ অর্থের চলাচল নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক লেনদেন শনাক্তে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।
সভা শেষে সিদ্ধান্ত হয়, মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য জাতীয় পর্যায়ে প্রচারাভিযান চালানো হবে।
Leave a Reply