সরকার ও রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, লুটপাটকারী এবং সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না জনগণ। ফ্যাসিবাদীরা যেন আর মাথাচাড়া না দিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর গুলশানে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, মানবিক সমাজ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা আমাদের মৌলিক দায়িত্ব। সবার জন্য একটি নিরাপদ রাষ্ট্র গঠন করতে হবে। যারা গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র হারিয়েছে তারা অপশক্তি হিসাবে চিহ্নিত। বাংলাদেশকে কেউ যেন তাবেদারি রাষ্ট্র পরিণত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায়। সরকরের কার্যকলাপ সম্পর্কে যাতে মানুষের স্বচ্ছ ধারণা থাকে। তাহলে জনগণের মধ্যে কোনও বিভ্রান্তি তৈরি হবে না।
সম্পাদক ও প্রকাশক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | +8801711010896 | +8801711651576 | +8801735250082 | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।