বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, গাঁজা ও চোলাইমদসহ চারজনকে গ্রেফতার করেছেন।
সোমবার (২রা মে) ভোর রাতে বগুড়া শহরের স্টেশন রোডের রেলওয়ে কলোনী এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং চোলাইমদ উদ্ধার করা হয়। এ সময় চারজনকে হাতেনাতে গ্রেফতার করেছে সেনা সদস্যরা।
অভিযানে প্রায় ১ হাজার বোতল চোলাইমদ, উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা এবং একটি অবৈধ দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ কার্যক্রমে স্বস্তি প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, অপরাধ নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অভিযান বগুড়ার মাদক ও অপরাধ চক্রের বিরুদ্ধে চলমান কর্মকাণ্ডেরই একটি অংশ।
Leave a Reply