নবনির্মিত বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রখ্যাত অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান।
বুধবার (৪ জুন) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন। ড. কুদরত-ই-জাহানের এ যোগদানের মধ্য দিয়ে বগুড়াবাসীর দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটল এবং বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
যোগদানের সময় নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মাদ হাসানাত আলী এবং বিসিক ও বিআরটিসির পরিচালক মীর শাহে আলম। এর আগে গতকাল মঙ্গলবার (৩ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, যার মাধ্যমে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply