বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় হরিপুর থেকে ছোট হরিপুর পর্যন্ত রাস্তাটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে কাদা ও গর্তে ভরপুর, যা চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
বুধবার (২৫ জুন) স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি ব্যবহার করে প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুল-কলেজে যাতায়াত করে। কিন্তু চলাচলের অনুপযোগী রাস্তায় সময়মতো পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তাটার কারণে আমাদের ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না, আর হলেও রাস্তার অবস্থার কারণে ভেঙে যায়।
অপরদিকে, রোগীদের জন্য তো যেন দুর্ভোগ চরমে। একজন অসুস্থ রোগীর আত্মীয় জানান, “যেখানে আগে ১০ টাকায় যেতাম, এখন সেই ভাড়ায় ৬০ টাকা খরচ হয়, তাও ঠিকমতো কোনো গাড়ি মেলে না। এই এলাকার কৃষির ওপরও এর বিরূপ প্রভাব পড়ছে। গ্রামের কৃষকরা জানান, তারা প্রচুর শাকসবজি ও কাঁচামাল উৎপাদন করলেও সময়মতো হাটবাজারে পৌঁছাতে না পারায় ন্যায্য দাম পাচ্ছেন না। এতে করে কৃষকদের লোকসান গুণতে হচ্ছে এবং গ্রামবাসী দুশ্চিন্তায় পড়েছেন।
এমন পরিস্থিতিতে এলাকাবাসীর প্রাণের দাবি—যত দ্রুত সম্ভব এই রাস্তাটি সংস্কার করা হোক। এ প্রসঙ্গে স্থানীয়ভাবে মোকামতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাইমা বেগম বলেন, “মানুষ এখন আর কিছু চায় না, চায় শুধু বাঁচার মত একটা রাস্তা। আমি স্থানীয়দের পাশে আছি এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার চেষ্টা করছি।
গ্রামবাসীর কণ্ঠে এখন একটাই স্লোগান বাঁচতে বাঁচতে চায়, বাঁচার জন্য রাস্তা চাই।
Leave a Reply