আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনালে উচ্ছ্বাস — সভাপতিত্বে ছিলেন শেখ মতিয়ার রহমান মতিন।
শুক্রবার(২৭ জুন( শিবগঞ্জ উপজেলার পলাশ স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত “আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত আনন্দঘন পরিবেশে। উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে ছিল উপচে পড়া ভিড়, যেখানে ক্রীড়াপ্রেমী মানুষের উচ্ছ্বাসে মুখরিত হয় গোটা এলাকা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জননেতা শেখ মতিয়ার রহমান মতিন। তিনি বলেন, “আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনে যে অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয়। তার স্মৃতিকে ধরে রাখতে এ ধরনের আয়োজন যুবসমাজকে ক্রীড়ার প্রতি আগ্রহী ও শৃঙ্খলাবান করবে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় এবারের টুর্নামেন্ট ছিল অত্যন্ত সফল ও স্মরণীয়। আয়োজক পলাশ স্মৃতি সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকার গুণীজন ও ক্রীড়ামোদীরা। এই আয়োজন স্মরণ করিয়ে দেয়, ক্রীড়া মানেই ঐক্য, প্রেরণা ও উন্নয়ন।
Leave a Reply