বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খুদে ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হাকিম মন্ডল।
বৃহস্পতিবার (২৫ জুন) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ছোট ছোট খেলোয়াড়দের মাঝে উৎসাহের জোয়ার বইয়ে যায়। চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম মন্ডল বলেন,খেলাধুলা শুধু শরীর ও মনকে সতেজ রাখে না, সমাজের তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। তাই ইউনিয়নের প্রতিভাবান শিশু-কিশোরদের এগিয়ে নিতে আমরা সবসময় পাশে আছি।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। খুদে খেলোয়াড়রা চেয়ারম্যানের এ উদ্যোগকে স্বাগত জানায় এবং নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | +8801711010896 | +8801711651576 | +8801735250082 | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।