বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ই জুন) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | +8801711010896 | +8801711651576 | +8801735250082 | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।