হিজাব সুন্দরী
—————-লেখক- মমোশাদ হোসেন।
সে এক হিজাব সুন্দরী।
ইচ্ছে করে,শান্ত ভোরে,
তার প্রেমে পরি।
হিজাব পরে,পর্দা করে,
নেই কোন জুরি।
তার প্রেমে পরি।
সে এক হুর অপ্সরী
ইচ্ছে করে,রুপের নুরে,
হৃদয়টা ভরি।
সে এক মায়া পরী।
ইচ্ছে করে,আলতো করে,
হাত দুটো ধরি।
সে উরন্ত পাখি
ইচ্ছে করে,যতন করে,
মন খাচাঁয় রাখি।
সে এক সদ্য ফোটা ফুল।
ইচ্ছে করে তার সুভাসে
শুধরিয়ে নেই ভূল।
সে গুলবাগনের গুল
তাকে পেতে মনটা আমার
সর্বদা ব্যাকুল
কইতে পারিনা, সইতে পারিনা,
এটাই বড় ভূল।
এখন কি করি!
আমার ভিষণ ইচ্ছে করে,
তার প্রেমে পরি।
Leave a Reply