নুরুজ্জামান সরকার-জেলা প্রতিনিধি (নীলফামারী): নীলফামারী জেলার সদর থানায় ১৫ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ এক ভদ্রমহিলা অভিযোগ করেন যে তাঁহার মেয়ে (ছদ্মনাম) মোছাম্মদ ফাতেমা আক্তার (১৭) কে কোথাও খুজে পাওয়া যাচ্ছে না। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মাতা সাধারন ডায়েরীর আবেদন করেন। তাঁহার আবেদনের প্রেক্ষিতে নীলফামারী থানার সাধারন ডায়েরী নং-৮৫৩, তাং-১৫/০১/২০২১ ডায়েরী ভুক্ত করা হয়। থানা সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিকের অবস্থান নির্নয় পূর্বক ও এক পর্যায়ে জানা যায় যে ভিকটিম গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ নীলফামারী সদর থানার নির্দেশে এসআই জনাব মোঃ শাহারুল ইসলাম এঁর নেতৃত্বে থানা পুলিশের বিশেষ টিম গাজিপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করিয়া ভিকটিমকে উদ্ধার করেন। পরবর্তীতে প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর পরিবারের জিম্মায় প্রদান করে নীলফামারী সদর থানা পুলিশ।
Leave a Reply