রানু রেজা | স্পেশাল রিপোর্টার | ইছামতী নিউজ.কম
গতকাল বগুড়া সদরের ৮ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদরের সকল ইউনিয়নে সরকার দলীয় মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে অংশ নেয়। তবে বি এন পি দলীয় প্রতীকে কোনো প্রার্থী না থাকায় সতন্ত্র প্রার্থী ছিলো নিকটতম প্রতিদ্বন্দ্বী। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলছে ভোটগ্রহন।
সারাদিন সুষ্ঠুভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হওয়ায় স্বতঃফুর্তভাবে থাকে জনগনের অংশগ্রহন। দিন শেষে নির্বাচনী ভোট সেন্টারে কিছু অপৃতীকর বিছিন্ন ঘটনা ঘটায় বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে ১নং ওয়ার্ড,২নং ওয়ার্ড নির্বাচন ব্যালট উপজেলায় নেয়া হয়। বগুড়া সদরের ১০ নং লাহিড়ীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনের ফলাফল ঃ ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, মোটর সাইকেল প্রতিকঃ ৫৮৭৮ আজহারুল হান্নান রিপু নৌকা প্রতীকেঃ ৩৮৪৩, মাফতুন আহম্মেদ, অটোরিক্সা প্রতীকেঃ ৩৬৫০ অধ্যক্ষ ইকবাল হোসেন, চশমা প্রতীকেঃ ২১৭৪ আলীউল রেজা, ঘোড়া প্রতীকেঃ ১৫৪০ সাইদুর রহমান সালেক, আনারস প্রতীকেঃ ৪৪, এবং বোরহান উদ্দিন, হাতপাখা প্রতীকেঃ ১২৪ পেয়েছেন।
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন: www.facebook.com/ichamotinews.it/
aleiphi 08860de5f7 https://wakelet.com/wake/-Af4V89miTx8_tbRuXe-g