আব্দুস সালাম | স্টাফ রিপোর্টার | বগুড়া
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া স্কুল মাঠে ২০২০/২১ এসএসসি ব্যাচের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩০শে ডিসেম্বর) বিকালে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় উদ্বোধক হিসেবে খেলা উদ্বোধন করেন- লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপেল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন-সহ-সভাপতি সিরাজুল ইসলাম ইউপি সদস্য ০১ নং ওয়ার্ড লাহিড়ীপাড়া ইউনিয়ন।
প্রধান পৃষ্ঠপোষকঃ গোলাম রব্বানী আওয়ামীলীগ নেতা লাহিড়ীপাড়া ইউনিয়ন, বরেণ্য অতিথিঃ আবু তাহের সোহাগ সভাপতি পদপ্রার্থী বগুড়া সদর উপজেলা ছাত্রলীগ।সাবেক ইউপি সদস্য আঃ ওয়াহেদ,সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহব্বায়ক হিরু নিঝুম, বিএনপি নেতা রফিকুল, যুবদল নেতা পলাশ, রিজওয়ান,মিন্টু,মাছুম সহ অএ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান আপেল মাহমুদ তার বক্তব্যের মাঝে বলেন- ফুটবল খেলা গ্রাম বাংলার জনপ্রিয় খেলা, অতীতে বগুড়া জেলার মধ্যে রায়মাঝিড়া ফুটবল দলের অনেক সুনাম ছিল,তিনি বলেন রায়মঝিড়া ফুটবল দলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে, দলমত নির্বিশেষে রায়মাঝিড়া গ্রামে ফুটবল টিম গঠনের জন্য আহ্বান জানান,যত খরচ হয় আমি চেয়ারম্যান হিসেবে বহন করবো।
উক্ত ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন- রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচ বনাম ২০১৬ এসএসসি ব্যাচ। ২০১৬ এসএসসি ব্যাচ ১/০ গোলে ২০১৪ এসএসসি ব্যাচকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন- সাবেক কৃতি ফুটবলার আশরাফুল ইসলাম,তাকে সহযোগিতা করেন সাবেক কৃতি ফুটবলার শাহিনুর রহমান ও আনারুল।
খেলা শেষে বিজয়ী ও রানার্স দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply