উত্তরবঙ্গের সুনামধন্য কোম্পানি স্মার্ট এগ্রোভেট কর্তৃক বিভিন্ন টেরিটোরির অফিসারদের নিয়ে বগুড়া সদরের পাকুড়তলায় নিজস্ব অফিসে মাসিক মিটিং এবং জুন ক্লোজিং মিটিং অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯ টা থেকে মিটিং শুরু হয়। উক্ত মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক এবং জাস এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাফিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, মোঃ নাফিজুর রহমান,আরএসএম- রংপুর, মোঃ আব্দুর রহিম, এরিয়া সেলস ম্যানেজার- বগুড়া, মোঃ মুনসুর আলী বিপ্লব-এরিয়া সেলস ম্যানেজার, দিনাজপুর। মোঃ আক্তারুজ্জামান মনির, এরিয়া ম্যানেজার,রাজশাহী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোঃ মাসুদুল হাসান নয়ন (গোবিন্দগঞ্জ), শুভ রহমান (ঘোড়াঘাট), কাফিউল আলম (বিরামপুর), খাইরুল বাসার বাদশা (বদরগন্জ,রংপুর), গোলাম রব্বানী (রংপুর সদর),সাকিবুল হাসান (পীরগঞ্জ), ছাগীর হোসেন সাগর(তারাগঞ্জ), মাকছুদুর রহমান রতন(দিনাজপুর), আহসান হাবিব (পঞ্চগড়),হযরত আলী (বোদা,পঞ্চগড়),আব্দুল্লাহ (তেতুলিয়া), পুলক ইসলাম জীবনকে (দেবীগঞ্জ), প্রকাশ চন্দ্র (রানিশংকৈল),আরিফুল ইসলাম আরিফ (ফুলবাড়ি,দিনাজপুর) রাশিদুল ইসলাম (পীরগঞ্জ ঠাকুরগা),বকুল চন্দ্র (ঠাকুরগাও),মাহমুদুল হাসান(নন্দিগ্রাম),ইমরান আলি নয়ন(জয়পুরহাট), রেহানুর রহমান(শেরপুর), আরিফ বিল্লাহ (বগুড়া), আহসান হাবিব (নজিপুর,নওগাঁ), ফারুক হোসেন (সাপাহার নওগাঁ), হাসান বাবু(মহাদেবপুর নওগাঁ), আমিনুল ইসলাম (পোরশা নওগাঁ), আরিফুল ইসলাম (তানোর) দেলোয়ার হোসেন(মান্দা,নওগাঁ), মনিরুল ইসলাম (পুঠিয়া,রাজশাহী), রানু রেজা(নাটোর), সোহেল প্রামানিক(পাবনা), হোসনে মোবারক শাকিল (টাঙ্গাইল,), রেজভি রহমান(জামালপুর), সোহান মিয়া(কুমিল্লা)
মিটিং এ প্রধান অতিথি বলেন, দেশের কৃষিতে উন্নয়ন করতে কোয়ালিটি পণ্য ব্যবহান করতে হবে আর আমরা কোয়ালিটিতে কোন ধরনের আপোষ করবো না, আমরা কোয়ালিটি পণ্য মার্কেটে দিবো তাতে করে আমাদের ক্ষতি হবে না। কৃষক যখন কোয়ালিটি পণ্য ব্যবহার করে উপকার পাবে তখন তারা অবশ্যই আমাদের পণ্য নিঃসন্দেহে ব্যবহার করবে। পরিশেষে বিভিন্ন টেরিটোরির অফিসারদের শতভাগ ক্লোজিং করায় তাদেরকে পুরস্কৃত করেন। পরিশেষে রাতে সকল ম্যানেজার এবং অফিসারদের বুফে খাবার আহবান করে।
Leave a Reply