বগুড়া সদর উপজেলাধীন লাহিড়ীপাড়া ইউনিয়নের কোয়ালিপাড়া- সাতশিমুলীয়া রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৬ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসাবে নির্মান কাজের উদ্বোধনী ফলক উম্মোচন করেন এবং মোনাজাতে অংশ গ্রহন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক।উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য মাহফুজার রহমান মাফু।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক জহুরুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র সরকার, বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা আবু তাহের সোহাগ,আওয়ামীলীগ নেতা মঞ্জুর রহমান, গোলাম রব্বানী, জিয়া বাবু, আহসান হাবীব,মাকসুদুর রহমান রকি,সাংবাদিক আব্দুল বাসেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এমপি রাগেবুল আহসান রিপু বিভিন্ন এলাকা থেকে আগত মানুষদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত কাজগুলো করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
Leave a Reply