বগুড়ার শিবগঞ্জে নাশতকতার প্রস্তুতিকালে ১১জন জামায়াত, বিএনপির নেতাকর্মীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
রবিবার(২৯ অক্টোবর) শিবগঞ্জ সার্কেল তানভীর আহম্মেদের নির্দেশনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ ও ইন্সপেক্টর তদন্ত জিল্লুর রহমান এর নেতৃত্বে শিবগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়ন ও বন্দরে গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা প্রস্তুতি কালে শিবগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত বীট অফিসার ও প্রয়োজনীয় ফোর্স সহ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে আজ রাত পর্যন্ত এক বিশেষ অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতির কালে বিএনপি, জামায়াত-শিবিরের নেতাকর্মী লাঠি-শোটা, জিআই পাইপসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহণের প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাহিনুর রহমান (৪১), স্বাধীন হোসেন (২২), জুলফিকার রহমান (৩৫) শাহজালাল (৫০), হারুন অর রশিদ (৪২), আব্দুল করিম (৬২), আ: বাকী (৫৫), মাহাবুর রহমান (৪৫), খোরশেদ আলম (৩২), আ: রাজ্জাক (৪৫) ও ইকবাল হোসেন বাবু (৪২)। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় ২২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদেরকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply