বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে মান্যবর জেলা প্রশাসকের সভাপতিত্বে নতুন বছরের “বই বিতরণ উৎসব ২০২৪” এর শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়।
সোমবার (১ জানুয়ারি) সকালে মান্যবর বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এঁর বগুড়া জেলায় আগমন উপলক্ষ্যে তাকে সার্কিট হাউজে অভ্যর্থনা জানান বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম। সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদর্শন শেষে সকাল ৯:৩০ এ বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে মান্যবর জেলা প্রশাসকের সভাপতিত্বে নতুন বছরের “বই বিতরণ উৎসব ২০২৪” এর শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশন বগুড়া আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাঃ আব্দুর রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোছাঃ আফসানা ইয়াসমিন,ও জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হযরত আলী। উপস্থিত ছিলেন উক্ত স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এরপর সকাল ১১:০০ টায় টিটু মিলনায়তনে মান্যবর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, বগুড়া মহোদয়ের সভাপতিত্বে সদর উপজেলার “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি” তে প্রধান অতিথির পদ অলংকৃত করেন মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম (সেবা), পিপিএম; রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, বগুড়া জনাব মোঃ মাহমুদ হাসান, বগুড়া-৬ আসনের দুইজন সম্মানিত সহকারী রিটার্নিং অফিসার সম্মানিত উপপরিচালক (স্থানীয় সরকার) জনাব মাসুম আলী বেগ ও উপজেলা নির্বাহী অফিসার জনাব ফিরোজা পারভীন, বগুড়া-৬ আসনের (সদর উপজেলা) সকল কেন্দ্রের প্রিসাইডিং অফিসারসহ অন্যান্য ভোটগ্রহণকারী কর্মকর্তা।
এসময় প্রধান অতিথি সরাসরি ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপর দুপুর ১২:৩০ এ মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম এর আমন্ত্রণে তার বাসভবনে মান্যবর বিভাগীয় কমিশনার স্যার জেলা কোর কমিটি, নির্বাচনী ভিজিলেন্স ও অবজারভেশন টিম, আইন শৃঙ্খলা সমন্বয় সেল, আইন শৃঙ্খলা মনিটরিং সেল, আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, বিভিন্ন বাহিনীর আঞ্চলিক কমান্ডারগণ, সহকারী রিটার্নিং অফিসার গণ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
বিকাল ৩:০০ ঘটিকায় মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয় জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন এবং ৫:০০ ঘটিকায় এরুলিয়াতে গ্যাস পাইপলাইন স্থাপনের কারণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।
Leave a Reply